Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরির অপবাদ দিয়ে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ১২:৩৮

পটুয়াখালী: কলাপাড়ায় নাঈম (১৩) নামের এক কিশোরকে ৫ হাজার টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে নির্যাতন করেছে তার চাচা ও চাচিসহ স্বজনরা।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের এলেমপুর গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত বাসার নামের একজনকে সোমবার রাতে আটক করেছে পুলিশ।

নির্যাতনের শিকার নাঈম এলেমপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

ওই কিশোরের স্বজনেরা জানান, নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন এবং বাবা অসুস্থ। মাদরাসা শিক্ষার্থীকে নাঈমকে পূর্ব শত্রুতার জেরে নির্যাতন করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে বাসার নামের একজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

কলাপাড়া চুরির অপবাদ শিকলে বেঁধে নির্যাতন