চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাজারে আগুন লেগে ৪৬টি দোকান পুড়ে গেছে। পুঁজি-সম্বল হারিয়ে পথে বসেছেন দোকানিরা।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে নগরীর হালিশহর আর্টিলারিসংলগ্ন গোডাউন বাজারে অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাশ সারাবাংলাকে জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কাঁচা ও আধাপাকা মিলিয়ে ৪৬টি দোকান পুড়ে গেছে।
এর মধ্যে ২২টি কাপড়ের, ১০টি সবজির, ৮টি মুদির, ২টি জুতার, ২টি প্রসাধনীর, ১টি কুলিং কর্নার এবং ১টি চায়ের দোকান আছে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।