Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু-সংক্রমণের পাশাপাশি কমেছে শনাক্তের হারও

সারাবাংলা ডেস্ক
৯ নভেম্বর ২০২১ ১৬:২০

প্রতীকী ছবি

ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। আগের দিন দেশে এই সংখ্যা ছিল ছয়। একই সময়ে নতুন সংক্রমণ ও নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও কমেছে। আগের দিন ২১৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ২০৬ জন। আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে ১ দশমিক ১৮ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৪টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৭টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৭ হাজার ৬৩০টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের দিনেরসহ এদিন পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩০টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৭ হাজার ৯৪২টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৯৮ হাজার ৯১৬টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৯ লাখ ৯ হাজার ২৬টি।

২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও শনাক্তের হার

আগের দিন দেশে ২১৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছেন ২০৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ২৮ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ।

বিজ্ঞাপন

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। আগের দিন আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছিলেন ২০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।

মৃত্যুর সংখ্যা কমেছে

আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু কমেছে। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে ছয় জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৭ হাজার ৯০৪ জন মারা গেলেন। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে তিন জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে দুই জন পুরুষ ও এক জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া পুরুষের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৬১ জনে। আর করোনা সংক্রমণ নিয়ে মৃত নারীর সংখ্যা ১০ হাজার ৪৩ জনে। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক শূন্য ১ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৯ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় যে তিন জন মারা গেছেন তাদের মধ্যে ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০ এবং ৭১ থেকে ৮০ বছর বয়সী এক জন করে রয়েছেন। এদিকে তিন জনের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত্যু শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে

গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে ঢাকা বিভাগে এক জন ও চট্টগ্রাম বিভাগে দুই ব্যক্তি করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। এই সময়ে খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও রংপুর— এই ছয় বিভাগের কোনোটিতেই করোনায় মৃত্যু নেই।

সারাবাংলা/পিটিএম

করোনা আপডেট মৃত্যু সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর