কারিগরি শিক্ষা বোর্ডে ই-সেবা চালু
৯ নভেম্বর ২০২১ ১৮:১৪
ঢাকা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সেবাদান প্রক্রিয়া সহজ করতে ই-সেবা প্লাটফর্ম তৈরি করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সংশোধন, শিক্ষকদের ডাটাবেজ তৈরি এবং বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি অনলাইনে দেওয়া যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ই-সেবা লিঙ্কে ঢুকে সংশ্লিষ্ট সবাই এ সেবা নিতে পারবেন। ২০২২-২৩ অর্থ বছরের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড কাগজবিহীন দাফতরিক সেবা দেবে এবং ঘরে বসে সেবা নেওয়া যাবে বলে জানিয়েছেন বোর্ড চেয়াম্যান।
মঙ্গলবার (৯ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের ই-সেবা প্লাটফর্ম উদ্বোধন করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের সভাপতিত্বে ই-সেবা প্লাটফর্ম ও কম্পিউটার ল্যাব স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে আধুনিক কম্পিউটার ল্যাব চালু করা হয়।
সারাবাংলা/টিএস/একেএম