Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জে সিপিবি’র সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ২১:১৫

মুন্সীগঞ্জ: দ্রব্যমূল্য বৃদ্ধি ও লুটপাট- দুর্নীতিবাজদের প্রতিবাদে গণসমাবেশ করেছ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জ জেলা কমিটি। সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানানো হয়।

মঙ্গলবার (৯ নভম্বর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ শহর সুপার মার্কেট এলাকায় মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা বলেন, চাল-ডাল-তেল-পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহরা। ডিজেল-কেরোসিন ও এলপিজি’র দাম বাড়ানোয় এখন পরিস্থিতি ‘মরার ওপর খাঁড়ার ঘা’-এর সমতুল্য। জনগণের জীবনযাত্রা বিপণ্ন।

তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আমরা সরকারি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে দেশের পরিস্থিতিতি স্বাভাবিক রাখার দাবি জানাচ্ছি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি শ ম কামাল হোসন। সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদা খাতুন, শহর শাখার সাধারণ সম্পাদক আলী নাছিম, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নূরে আলম সিদ্দিকী বিপ্লব, নাসিরউদ্দিন নাসু, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, মুন্সীগঞ্জ সেবা কেন্দ্রের সাধারণ সম্পাদক আদনান মিঠুনসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

সিপিবি সিপিবি মুন্সীগঞ্জ শাখা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর