মামলা করতে আবারও আদালতে জেমস
১০ নভেম্বর ২০২১ ১১:৫০
ঢাকা: টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগে মামলা করতে আবারও আদালতে এসেছেন বাংলা ব্যান্ড সংগীতাঙ্গনের গুরু ফারুক মাহফুজ আনাম জেমস।
বুধবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন জমা দেওয়ার কথা তার।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী তাপস কুমার পাল জানান, তার গানকে বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে তিনি এই অপারেটরের বিরুদ্ধে মামলা দায়ের করতে আদালতে এসেছেন। এর আগে একই বিষয় নিয়ে ১৯ সেপ্টেম্বর মামলা দায়ের করতে আইনজীবীকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এসেছিলেন জেমস। তবে সেসময় আদালত মামলাটির আবেদন গ্রহণ না করে সংশ্লিষ্ট থানা যাওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন: আদালতে জেমস
জানা যায়, জেমসের জনপ্রিয় গানগুলো তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই এই গানগুলো বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণেই তিনি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করবেন।
সারাবাংলা/এআই/এএম