Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাকে বিয়ে করলেন মালালা?

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২১ ১২:১৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২১ ১৩:১৩

স্বামীর সঙ্গে বিবাহ অনুষ্ঠানের ছবি শেয়ার করেন মালালা, ছবি: টুইট থেকে নেওয়া

যুক্তরাজ্যে নিজ বাড়িতে বিয়ে করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং নারী অধিকার আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা আসের মালিককের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। খবর আলজাজিরা ও বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই বিয়ের খবরটি জানিয়েছেন মালালা। ওই পোস্টে স্বামীর সঙ্গে বিবাহ অনুষ্ঠানের কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন

ওই টুইটে ২৪ বছর বয়সী মালালা লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি মূল্যবান দিন। আসার এবং আমি জীবনের অংশীদার হতে গাঁটছড়া বেঁধেছি।’

বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর করেছেন মালালা ও আসের

তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে বার্মিংহামের বাড়িতে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিনের যাত্রায় একসঙ্গে হাঁটতে পেরে আমরা খুবই আনন্দিত।’

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মালালা তার স্বামী সম্পর্কে অন্য কোনো তথ্য দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার আসের মালিক হিসেবে চিহ্নিত করেছেন।

বিয়ের পর মালালার বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি

বিয়ের পর মালালার বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি

প্রসঙ্গত, ২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানি তালেবান দ্বারা মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন মালালা। মেয়েদের শিক্ষার অধিকারের বিষয়ে কথা বলার জন্য তাকে গুলি করেছিল তালেবান। পরে পাকিস্তানি এই নারী অধিকার কর্মী ওয়েস্ট মিডল্যান্ডসে আশ্রয় পান। মালালার বয়স এখন ২৪। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

আসের মালিক মালালা ইউসুফজাই

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর