Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাফরুল্লাহর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ১৪:৫২

ঢাকা: জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এক বছরের মধ্যে জ্বালানি তেলের মূল্য বাড়াবেন না। যে টাকা ব্যাংকে জমা আছে তা থেকে ভর্তুকি দেন। জনগণের অর্থসম্পদ লুটপাট করবেন না।

বুধবার (১০ নভেম্বর) ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাফরুল্লাহ চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক কম। এই দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। গণপরিবহন থেকে ভ্যাট ট্যাক্স তুলে দেওয়া হোক। জনগণকে আর নিপীড়ণ করা যাবে না।

তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধির কোনো প্রয়োজন নেই। আমাদের ৪৮ বিলিয়ন ডলার জমা আছে। সেখান থেকে ভর্তুকি দেন। তা নাহলে সরকারকে জনগনকে জবাবদিহিতা দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের কাছে গণতন্ত্র ফেরত দিতে হবে। আপনাকে পদত্যাগ করতে হবে। আপনি নিজের বুদ্ধিতে চলেন না, জনগণের কথা শুনেন না।

গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি বলেন, তেলের দাম বাড়িয়ে সরকার মধ্যরাতে কার্যকর করেছে। তারা বলছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। কিন্তু তেলের দাম আসলে কমেছে। এতে সরকার জনগণের কাছ থেকে ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, পানির দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। আমরা কোনো আন্দোলন করতে পারি নাই। এজন্য সরকার পেয়ে বসেছে, কারণ আমরা মেনে নিচ্ছি সবকিছু। সব লুটপাট হয়ে যাচ্ছে। বেতন হচ্ছে না, এজন্য জনগণকে লুট করতে তেলের দাম বাড়িয়েছে সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন যদি গণপ্রতিরোধ না হয় তাহলে আমার আপনার মত মানুষেরা না খেয়ে মরে যাবে। সাধারণ মানুষকে প্রতিক্রিয়া দেখাতে হবে।

সারাবাংলা/টিএস/এএম

জাফরুল্লাহ

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর