Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ সরবরাহ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২১ ১৫:৪৭

ছবি: এনডিটিভি

পাকিস্তানকে সবচেয়ে বড় ও অত্যাধুনিক যুদ্ধজাহাজ সরবরাহ করেছে চীন। এই জাহাজটির নকশা ও নির্মাণ করেছে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শিপবিল্ডিং করপোরেশন লিমিটেড (সিএসএসসি)। খবর এনডিটিভি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিএসএসসি এই জাহাজটির নকশা করেছে এবং নির্মাণ করেছে। সাংহাইতে একট অনুষ্ঠানের মাধ্যমে যুদ্ধজাহাজটি পাকিস্তানের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল।

বিজ্ঞাপন

০৫৪এ/পি টাইপের এই যুদ্ধজাহাজটির নাম পিএনএস তুঘরিল রাখা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। গত সোমবার গ্লোবাল টাইমসের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির নৌবাহিনী।

পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ০৫৪/পি টাইপের চারটি যুদ্ধজাহাজ নির্মাণ করছে চীন। যার মধ্যে পিএনএস তুঘরিল নামে প্রথম জাহাজটি হাতে পেয়েছে পাকিস্তানের নৌবাহিনী।

এই জাহাজটিতে উচ্চক্ষমতা সম্পন্ন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এটি ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ এবং পানির নিচেও শত্রুকে আঘাত হানতে সক্ষম। একইসঙ্গে নজরদারির কাজও করবে জাহাজটি। এতে আধুনিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

সারাবাংলা/এনএস

০৫৪এ/পি টাইপ অত্যাধুনিক যুদ্ধজাহাজ চীন পাকিস্তান পিএনএস তুঘরিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর