‘শেখ হাসিনার এত অর্জন মানুষের কাছে পৌঁছাতে পারছি না’
১০ নভেম্বর ২০২১ ১৬:৩০
চট্টগ্রাম ব্যুরো: অপশক্তি মোকাবিলায় নেতাকর্মীদের কাছে দেশপ্রেম এবং দলের প্রতি আরও আনুগত্য চেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার (১০ নভেম্বর) সকালে প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ রশীদের স্মরণসভায় দেওয়া বক্তব্যে নেতাকর্মীদের কাছে এ আহ্বান জানান তিনি। নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এম এ রশীদ দলের প্রতি অনুগত থেকে কঠিন সময় রাজপথে নেতৃত্ব দিয়েছেন। রাজপথের নেতাকর্মীদের নিয়ে সংকট মোকাবিলায় তিনি একজন কৌশলী পরামর্শকের ভূমিকা পালন করেছিলেন। আজ এম এ রশীদের মতো রাজনীতিকের বড়ই অভাব। চেতনার চর্চা আজ নেই, তাই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে ঐতিহ্য সেটা আজ বারবার ক্ষুন্ন হচ্ছে।’
‘দল ক্ষমতায় আছে, তাই দলের মধ্যে নেতাকর্মীর সংখ্যা বাড়ছে, কিন্তু গুণগত পরিবর্তন নেই। এজন্য আমরা শেখ হাসিনার এত অর্জন মানুষের কাছে পৌঁছাতে পারছি না। ফলে অশুভ শক্তি বারবার ফণা তুলছে। আমাদের নিজেদের মধ্যে আত্মশুদ্ধি প্রয়োজন, দলের প্রতি আরও আনুগত্য প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন দেশপ্রেম। ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে আমাদের সার্বজনীন হতে হবে’— বলেন আ জ ম নাছির।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন- সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহামুদ ও শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ।
সারাবাংলা/আরডি/পিটিএম