Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসা সেবায় এক যুগ পূর্তি করল পপুলার হাসপাতাল

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ১৭:৫৬

এক যুগ পূর্তিতে আনন্দ র‍্যালীতে পপুলার হাসপাতালের কর্মীবৃন্দ

ঢাকা: চিকিৎসা সেবায় সফলতার এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা রাখল পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। ২০০৯ সালের ১০ নভেম্বর হাসপাতালটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বেলুন ওড়ানো, কেক কাটা, মত-বিনিময়সহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ছয় শতাধিক শয্যাবিশিষ্ট হাসপাতালটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। আনন্দ র‌্যালিটিতে হাসপাতালটির কর্মকর্তা, কর্মচারীসহ কয়েক শতাধিক কলাকুশলী অংশ নেন। র‌্যালি শেষে পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির শুরুতে হাসপাতালটির চেয়ারম্যান মরহুমা তাহেরা আক্তারের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। পরে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডা. মোস্তাফিজুর রহমান হাসপাতালটির সকল কলাকুশলীকে নিয়ে কেক কাটেন।

বিজ্ঞাপন

বিকালের পর্বে রাজধানীর ঢাকা ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণীকার মোড়ক উন্মোচন করা হয়। পরে দেশের খ্যাতনামা প্রায় দুই শতাধিক চিকিৎসকের সঙ্গে মত বিনিময় করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডা. মোস্তাফিজুর রহমান বলেন, স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০০৯ সালে পপুলার হাসপাতালের যাত্রা শুরু হয়। সুদীর্ঘ পথচলায় পপুলার হাসপাতাল দেশের চিকিৎসা খাতে অভাবনীয় অবদান রেখেছে। বিশেষ করে করোনা মহামারি এবং ডেঙ্গুর সময় পপুলারের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সামনের দিনগুলোতেও পপুলার তার এই যাত্রা অব্যাহত রাখবে। এসময় তিনি বাংলাদেশের রোগীদের বিদেশ নির্ভরতা কমাতে পপুলারের ভূমিকার কথা স্মরণ করিয়ে বলেন, ‘আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই আর নয় সিঙ্গাপুর-মাদ্রাজ, আধুনিক চিকিৎসেবা নিয়ে আপনাদের পাশে আছে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল।’

বিজ্ঞাপন

দিনব্যাপী আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালটির উপদেষ্টা অধ্যাপক ডা. তারিকুল ইসলাম, পরিচালক ডা. এএমএসএম সরাফুজ্জামান (রুবেল), অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়া, অধ্যাপক ডা. কুহিনুর বেগম, অধ্যাপক ডা. ফেরদৌসি ইসলাম (লিপি), অধ্যাপক ডা. এস এ খান, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. আনিসুল হক, অধ্যাপক ডা. মুজিবুর রহমানসহ আরও অনেকে।

সারাবাংলা/আরএফ/

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল পপুলার হাসপাতাল