Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো যায় না: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ১৯:০৪

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ঘরে-ঘরে মহল্লায়-মহল্লায় পুলিশ পাহারা বসিয়ে নির্বাচনি সহিংসতা ঠেকানো যায় না। সহিংসতা ঠেকানোর একমাত্র উপায় হলো প্রার্থী এবং সমর্থকদের সহনশীল আচরণ।

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যু এবং সহিংসতা সম্পর্কে সিইসি বলেন, পুলিশ-ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। যার যার দায়িত্ব সে সে পালন করছে। বিশেষ করে তারা আইন-শৃঙ্খলা রক্ষায় তারা যথেষ্ট ভূমিকা রাখছে। সহিংসতার ঘটনা ঘটে আইন-শৃঙ্খলা বাহিনীর অজান্তে।

সিইসি বলেন, সহিংসতার দায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী বা নির্বাচন কমিশনকে দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক ঘটনা ঘটে এলাকাভিত্তিক। বংশে-বংশে দ্বন্দ্ব; রাস্তার এপার-ওপার দ্বন্দ্ব; এছাড়াও পূর্ব শত্রুতা বা দলীয় কোন্দলের কারণেও সহিংসতা হয়। সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, পূর্ব শত্রুতার জেরে সহিংসতা হয়েছে। প্রার্থী-সমর্থকরা সহনশীল হলে এত তৎপরতার দরকার হয় না।

সারাবাংলা/জিএস/একেএম

নির্বাচনি সহিংসতা সিইসি কে এম নুরুল হুদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর