ডিসেম্বর থেকে সব কোর্ট শারীরিক উপস্থিতিতে চলবে
১০ নভেম্বর ২০২১ ২১:৪০
ঢাকা: আসছে ডিসেম্বর মাস থেকে সুপ্রিম কোর্টের সবগুলো বেঞ্চ শারীরিক উপস্থিতিতে চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার (১০ নভেম্বর) আপিল বিভাগে এক মামলার শুনানিতে এ কথা জানান তিনি।
করোনা মহামারির পর আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি চলে আসছিল। তবে হাইকোর্ট বিভাগ শুরুতে ভার্চুয়ালি ছিল। এখন উভয় পদ্ধতিতে চলছে।
এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আগামী ডিসেম্বর থেকে ফিজিক্যাল (শারীরিক উপস্থিতিতে) কোর্ট খুলে দেব। তবে ভার্চুয়াল কোর্টে কাজ হয় ডাবল। ধরুন হঠাৎ এখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজন হলো; তখন তিনি এনেক্স বিল্ডিংয়ে, তার আসতে আসতে ১৫ মিনিট সময় নষ্ট। আর ভার্চুয়ালি হলে অ্যাটর্নি জেনারেল একই চেয়ারে বসে থাকেন, জাস্ট টিপ দিয়ে দেন।’
প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা সবাই ফিজিক্যাল কোর্টের ভক্ত। ডিসেম্বর থেকে আমি সব ফিজিক্যাল কোর্ট খুলে দেব।’
তিনি বলেন, ‘এরকম অনেক আইনজীবী আছেন যারা সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা থেকেও শুনানিতে অংশ নেন। অ্যাটর্নি জেনারেলও দেশের বাইরে থেকে শুনানি করেছেন।’
সারাবাংলা/কেআইএফ/পিটিএম