Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাড়া বাড়ানো গাড়ি চিহ্নিত করতে বিআরটিএর সঙ্গে নামছে পুলিশও

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ২১:৫৪

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম নগরীতে ডিজেল ও সিএনজিচালিত পরিবহন আলাদাভাবে চিহ্নিতের কাজ শুরু করতে যাচ্ছে পুলিশ। একইসঙ্গে প্রত্যেক গণপরিবহনে রুট অনুযায়ী ভাড়ার তালিকাও পুলিশের পক্ষ থেকে লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকায় বিআরটিএর সভায় সিদ্ধান্ত হয়েছে যে, ডিজেলচালিত যানবাহনগুলোতে লাল এবং সিএনজিচালিত যানবাহনকে সবুজ স্টিকার দিয়ে চিহ্নিত করা হবে। এতে কোন পরিবহনের ভাড়া বেড়েছে সেটা চিহ্নিত করতে সুবিধা হবে যাত্রীদের।

বিজ্ঞাপন

বুধবার (১০ নভেম্বর) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে এক বৈঠকে বিআরটিএ কর্মকর্তারা এ সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশের সহযোগিতা কামনা করেন। ওই বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধিও ছিলেন।

জানতে চাইলে বৈঠকে উপস্থিত নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) তারেক আহমেদ সারাবাংলাকে বলেন, ‘তিনটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমত হচ্ছে- বিআরটিএ ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন প্রিন্ট করে আমাদের সরবরাহ করবে। আমরা তাদের নিয়ে সেগুলো সব গণপরিবহনে লাগিয়ে দেব। এরপর রুটভিত্তিক কত ভাড়া বেড়েছে, সেটার তালিকা বিআরটিএ আমাদের সরবরাহ করবে। আমরা সেটিও পরিবহনে লাগাব।’

তিনি বলেন, ‘এরপর হচ্ছে লাল-সবুজ স্টিকার। ডিজেলচালিত যানবাহনের ভাড়া বেড়েছে, সেগুলো লাল স্টিকার দিয়ে চিহ্নিত করা হবে। সিএনজিচালিত পরিবহন সবুজ স্টিকার দিয়ে চিহ্নিত করা হবে। তাহলে সবুজ স্টিকার দেখলে যাত্রীরা আর বাড়তি ভাড়া দেবেন না। বিআরটিএ অনুরোধ করেছে, স্টিকারগুলো পুলিশের পক্ষ থেকে সরবরাহের জন্য। আমরা সেটা দেব। প্রিন্ট হতে বড় জোড় একদিন কিংবা দুইদিন সময় লাগবে। আশা করছি, শুক্রবার বিকেলে অথবা শনিবার সকাল থেকে আমরা এই কার্যক্রম শুরু করতে পারব। আমাদের সঙ্গে বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সাংবাদিকরাও থাকবেন।’

বিজ্ঞাপন

সরকারি সিদ্ধান্তে গত বুধবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যায়। এরপর বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালানো বন্ধ করে দেওয়া হয়। রোববার ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর সচল হয়েছে গণপরিহন। তবে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

গাড়ি চিহ্নিত পুলিশ মাঠে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর