Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকে নিয়োগের প্রশ্নফাঁস: জড়িত কর্মকর্তাসহ গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২১ ১৫:৩২

ঢাকা: ব্যাংকে নিয়োগের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন, সাবেক কর্মকর্তা সোহেল রানা এবং ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী এ বি জাহিদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ কমিশনার সাহাদাত হোসেন সোমা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচ ব্যাংকের প্রশ্নফাঁসের অভিযোগে বুধবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, ১০ নভেম্বর ডিবি পাঁচজনকে গ্রেফতারের খবর জানায়। ডিবি জানায়, ৫ থেকে ১৫ লাখ টাকায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ থেকেই ব্যাংকে নিয়োগের প্রশ্নপত্র ফাঁস হয়।

সারাবাংলা/ইউজে/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর