Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুসলিমদের জন্য ক্রিপটোকারেন্সি হারাম

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২১ ১৬:২০

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ক্রিপটোকারেন্সিভিত্তিক যে কোনো ধরনের লেনদেন হারাম বা নিষিদ্ধ বলে রায় দিয়েছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল উলামা কাউন্সিল।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দেশটির ধর্মীয় নেতাদের শীর্ষ সংগঠনের পক্ষ থেকে শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

যেহেতু, ক্রিপটোকারেন্সির সঙ্গে অনিশ্চয়তা-বাজি-ক্ষতির সম্ভাবনা থেকে এ রায় ঘোষণা করেছে উলামা কাউন্সিল।

তবে, এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের আবাসভূমি ইন্দোনেশিয়ায় যে ক্রিপটোকারেন্সির লেনদেন বন্ধ হয়ে যাবে এমনটা নয়। কিন্তু, ক্রিপটোকারেন্সির সঙ্গে মুসলিমরা যেন জড়িত না হয় সে ব্যাপারে সতর্ক করা হবে।

একইসঙ্গে, ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ক্রিপটোকারেন্সি লেনদেনের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছে উলামা কাউন্সিল।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর