বরিশালে বিজয়ী যারা
১২ নভেম্বর ২০২১ ১৯:২৬
বরিশাল: জেলা সদরের ১২ ইউনিয়নের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। এছাড়া একটিতে হাতপাখা ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিষয়টি স্ব স্ব উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নির্বাচনের আগে, আগৈলঝাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের সবগুলোতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। রাজিহার ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বিপুল দাস, বাগধা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল হোসেন ও রত্নপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা সরদার এককভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটগ্রহণ শেষে বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.আনোয়ার হোসেন মৃধা, সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহম্মদ শাহরিয়ার, চরকাউয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম, চরমোনাই ইউনিয়নে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মো. জিয়াউল করিম, চাঁদপুরা ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহিদ হোসেন, চন্দ্রমোহন ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হক, শায়েস্তাবাদ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরিফুজ্জামান মুন্না বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বরিশাল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নূরুল আলম বলেন, বরিশালের দ্বিতীয় ধাপের এই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন একটি মডেল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, স্বজনপ্রীতি বা প্রভাবের কাছে আমরা নত হইনি। যে কারণে ভোটারদের কাঙ্ক্ষিত পরিবেশ উপহার দেওয়া সম্ভব হয়েছে।
সারাবাংলা/একেএম