রাঙ্গামাটির ১০ ইউনিয়নের ৫টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
১২ নভেম্বর ২০২১ ১৮:৫১
রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটির তিন উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার তিন উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৯টিতে প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ। এর মধ্যে পাঁচ জন প্রার্থী জয় পেয়েছেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, বরকল উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে কেবলমাত্র বরকল ইউনিয়নে নৌকার প্রার্থী প্রভাত কুমার চাকমা বিজয়ী হয়েছেন। বাতি তিনটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে আইমাছড়া ইউনিয়নে সুবিমল চাকমা, সুবলং ইউনিয়নে তরুণ জ্যোতি চাকমা ও বড় হরিণা ইউনিয়নে নীলাময় চাকমা জয়লাভ করেন।
এদিকে, বিলাইছড়ি উপজেলার তিন ইউনিয়ন পরিষদের মধ্যে দুইটিতে নৌকার প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। এর মধ্যে বিলাইছড়ি সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী রামাচরণ মার্মা (রাসেল মার্মা) এবং ফারুয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বিজয়ী হয়েছেন।
কাপ্তাই উপজেলার তিন ইউনিয়নের মধ্যে দুইটিতে নৌকার প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে কাপ্তাই ইউনিয়নে নৌকার প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়নে নৌকার প্রার্থী চিরণজিৎ তঞ্চঙ্গ্যা এবং রাইখালীতে স্বতন্ত্র প্রার্থী মংক্য মারমা বিজয়ী হয়েছেন।
রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, রাঙ্গামাটির প্রথম ধাপে ১০টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিন কোথাও কোনো গোলযোগ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।
সারাবাংলা/টিআর
ইউনিয়ন পরিষদ নির্বাচন ইউপি নির্বাচন নৌকার প্রার্থী রাঙ্গামাটি স্বতন্ত্র প্রার্থী