Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ির ৮ ইউপিতে আ.লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২১ ১৫:৪৮

খাগড়াছড়ি: জেলার দশটি ইউনিয়নের মধ্যে ৮টির চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ নেতারা। বাকী দুটিতে চমক দেখিয়েছেন দুই ইউনিয়নের দুই স্বতন্ত্র প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন তারা।

জেলার মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর মোহাম্মদকে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া। আবুল কাশেম ভোট পেয়েছেন ৫০৩১ আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নূর মোহাম্মদ পেয়েছেন ৫০১০ ভোট। মাত্র ২১ ভোটের ব্যাবধানে জয়লাভ এবং মাঝরাতে ফলাফল ঘোষণা করায় আলোচনা সমালোচনা চলছে তার ফলাফল নিয়ে।

এদিকে, বড়নাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ইউনুস মিয়াকে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস মিয়া। স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া চশমা প্রতীকে ভোট পেয়েছেন ২৩০১ ভোট আর আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে ২৩০১ ভোট। এখানে ও ফলাফল নিয়ে সমালোচনা চলছে।

এছাড়া মাটিরাঙা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হেমেন্দ্র ত্রিপুরা, তাইন্দং ইউনিয়নে মো. পেয়ার আহমেদ মজুমদার, গোমতি ইউনিয়নে মো. তোফাজ্জল হোসেন, বেলছড়ি ইউপিতে রহমত উল্ল্যাহ এবং আমতলী ইউনিয়নে নুর মোহাম্মদ জয়লাভ করেছে।

এছাড়াও গুইমারা উপজেলার তিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীতরা। এরমধ্যে গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মংশে মারমা এ সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদে রেদাক মারমা জয়লাভ করেছেন।

এই ইউপি নির্বাচন নিয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ফলাফল সন্তোষজনক। কেউ অসন্তুষ্ট হলে আপিল করতে পারবে।

সারাবাংলা/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর