Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কম

সারাবাংলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২১ ১৭:৫৯

ঢাকা: গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে যা আগের দিন ছিল ৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৫১ জন করোনা রোগী, যা আগের দিন ছিল ২৫১ জন।

এদিকে নতুন শনাক্ত কমলেও সংক্রমণের হার কমেছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার হয়েছে ১ দশমিক ১১ শতাংশ।

শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৮টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৩ হাজার ৭৩১টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৬৯টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ২৭৩টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ৩২ হাজার ৫০৯টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৯ লাখ ৪৩ হাজার ৭৬৪টি।

২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত-সংক্রমণ

আগের দিন দেশে ২৫১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫১ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ২৮ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ। যা আগের দিন ছিল ১৪ দশমিক ৮৮ শতাংশ।

বিজ্ঞাপন

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু বেড়েছে। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে পাঁচ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৭ হাজার ৯১৮ জন মারা গেলেন। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

নারী-পুরুষের মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে ছয় জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে পুরুষ চারজন, নারী দুইজন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া পুরুষের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৭২ জনে। আর করোনা সংক্রমণ নিয়ে মৃত নারীর সংখ্যা ১০ হাজার ৪৬ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক শূন্য ২ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৮ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় যে ছয় জন মারা গেছেন তাদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী একজন, ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন, ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।

মৃত্যু নেই ৪ বিভাগে

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন মারা গেছেন। তবে বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর/একে

করোনা করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্ব’র
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৮

তানজিব-অবন্তীর নতুন গান
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর