Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের সাইকেল র‍্যালি বাংলাদেশে

বেনাপোল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ২০:২০

যশোর: ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতে ভারত থেকে ২০ সদস্যের সেনাবাহিনীর একটি সাইকেল র‌্যালি ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছে। রোববার (১৪ নভেম্বর) দুপুরে র‌্যালিটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

র‌্যালিটি বেনাপোল চেকপোস্টে তাদের ফুল দিয়ে বরণ করেন ৫৫ পদাধিক ডিভিশনের বিগে জেনারেল হাফিজুর রহমান।

মেজর জাকারিয়া জানান, ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিম বেনাপোল আইসিপি স্থলবন্দর হয়ে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্য বিশিষ্ট একটি দল বাংলাদেশে প্রবেশ করেছেন।

ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র হিসেবে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল দীনেশ চন্দ্র শিং কল্যাণ।

সেনাবাহিনীর দলটি সাইকেলিং করে বেনাপোল থেকে যশোর সেনানিবাসে গমন করছে। সেনাবাহিনীর এই দলটি যশোর সেনানিবাস গমন করত সাইকেলিং করে দর্শনা স্থলবন্দর হয়ে নিজ দেশে গমন, বাংলাদেশি ২০ সদস্যের সাইকেলিং দলের নেতৃত্বে রয়েছেন বিগ্রেড কমান্ডার বিএ- ৫০৩৪ বিগ্রেডিয়ার জেনারেল হাফিজুর রহমান।

সারাবাংলা/একে

বেনাপোল ভারতীয় সেনাবাহিনী সাইকেল র‌্যালি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর