Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বিশ্বনাথ মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ২০:২০

ঢাকা: রাজধানীর সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বিশ্বনাথ (৬০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৪ নভেস্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বনাথের শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল। তবে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি।

ডা. আইউব জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী সায়দাবাদ জনপথ এলাকায় ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ ছয় জনকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ডা. এস এম আইউব আরও জানান, ছয় জনের মধ্যে বিশ্বনাথ মারা গেছেন। শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে দগ্ধ চার জন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মৃত বিশ্বনাথের ভায়রা চিত্তরঞ্জন জানান, বিশ্বনাথ পরিবার নিয়ে পুরান ঢাকার লক্ষ্মীবাজার বানিয়ানগর বসবাস করতেন।

সারাবাংলা/এসএসআর/টিআর

অগ্নিদগ্ধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর