Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের ফলাফল নিয়ে কথা কাটাকাটি-সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ২৩:১৯

শরীয়তপুর: সদর উপজেলার ডোমসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার (১৪ নভেম্বর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে বিজয়ী হন আলী আজগর খান। ওই ওয়ার্ডের পরাজিত মেম্বর প্রার্থী আব্দুল মতিন ছৈয়াল। নির্বাচনের ফলাফল নিয়ে কথা কাটাকাটির জের ধরে রোববার সকাল থেকে মুন্সীর হাট নদীর পাড়ে উভয় গ্রুপের পাঁচ শতাধিক লোক দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষ জড়ায়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘প্রায় পাঁচ শতাধিক লোকের মধ্যে চতুর্মুখী সংঘর্ষ হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

নির্বাচন ফলাফল

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর