বিজিবির সঙ্গে গোলাগুলি: তরুণ নিহত, ইয়াবা উদ্ধার
১৪ নভেম্বর ২০২১ ২০:৫৭
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গোলাগুলির ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বিজিবি’র দাবি, নিহত তরুণ ইয়াবার কারবারি। এ ঘটনায় বিজিবি’র দুই সদস্যও আহত হয়েছেন।
রোববার (১৪ নভেম্বর) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর নাফ নদীর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও একটি এলজি উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, নিহত তরুণ ইয়াবার কারবার করতেন। তার নাম-পরিচয় জানা যায়নি।
বিজিবি নাম-পরিচয় জানাতে না পারলে স্থানীয় সূত্রগুলো বলছে, নিহতের নাম মো. মামুন (২৫)। তিনি মিনাবাজারের আবু ছিদ্দিকের ছেলে।
টেকনাফ ২ বিজিবির সম্মেলন কক্ষে অধিনায়ক ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবার একটি বিশাল চালান মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহলদল সকালে নাফ নদীর পাড়ে কেওড়াবাগানে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে নৌকাযোগে তিন-চার জনের একটি দলকে এ পাড়ে আসতে দেখা যায়।
বিজিবি অধিনায়ক বলেন, বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির তারা গুলি করতে শুরু করে। এসময় বিজিবির দুই সদস্য আহত হন। পরে আত্মরক্ষার উদ্দেশ্যে বিজিবি সদস্যরা গুলি করেন। থেমে থেমে উভয় পক্ষের মধ্যে প্রায় সাত মিনিট গোলাগুলি হয়। পরে ওই এলাকায় গুলিবিদ্ধ তরুণের লাশ পাওয়া যায়।
বিজিবি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/টিআর