Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আইডিয়ালের অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ১৮:৫৯

ছবি: সংগৃহীত

ঢাকা: নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ( ১৫ নভেম্বর) বিকেলে অধ্যক্ষ ড. শাহান আরা বেগমকে জিজ্ঞাসাবাদ করে দুদক। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে অধ্যক্ষ শাহান আরার বিরুদ্ধে। দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে ২৯ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে অধ্যক্ষ শাহান আরা বেগমের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। এছাড়া ২০১৯ সালের মে মাসে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার উত্তরপত্র ঘষামাজা করে নম্বর দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ শাহান আরা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। এমনকি ম্যানেজিং কমিটির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এসজে/এনএস

অধ্যক্ষ ড. শাহান আরা বেগম দুর্নীতি দমন কমিশন (দুদক) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর