Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি

জবি করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ২১:৪৪

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলামকে অফিসে এসে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় সোমবার (১৫ নভেম্বর) রাজধনীর কোতোয়ালি থানায় নিজের নিরাপত্তার চেয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে রাইসুল ইসলাম অভিযোগ করেন, তার বাড়ির এলাকা কেরানীগঞ্জে দীর্ঘদিন ধরে মো. আব্দুল গাফ্ফার ও মো. শাহজাহান নামের দুই ভাই অনেককে মারধর ও অসামাজিক কার্যক্রম করে আসছে। রাইসুল ইসলাম এর প্রতিবাদ করায় ১২ নভেম্বর কেরানীগঞ্জে তাকে হত্যার হুমকি দেন। পরের দিন ১৩ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে এবং পরবর্তী সময়ে অফিসে এসে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন তারা।

এই দুই ভাইয়ের নামে বেশকিছু মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আমাকে অফিসে এসে মারার হুমকি দিচ্ছে বলে নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি।’

এদিকে, অভিযুক্ত মো. শাহজাহানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জিডির বিষয়টি জানতে হবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। পরবর্তী সময়ে যেকোনো প্রয়োজনে আমরা এই শিক্ষককে সহায়তা করব। পাশাপাশি পুলিশের সঙ্গেও যোগাযোগ করব।’

সারাবাংলা/পিটিএম

জবি শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর