বস্তি এলাকায় ভ্যাকসিন প্রয়োগ শুরু মঙ্গলবার
১৫ নভেম্বর ২০২১ ২৩:৪০
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন বস্তি এলাকায় শুরু হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর করাইল বস্তির বাসিন্দাদের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হবে।
সোমবার (১৫ নভেম্বর) বিকেলে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারের পরিকল্পনা অনুযায়ী সবাই ভ্যাকসিনের আওতায় আসবে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।’
তিনি বলেন, ‘মহাখালীর সবচেয়ে বড় বস্তি কড়াইল; সেখান থেকেই শুরু হবে। ওখানে প্রায় তিন লাখ মানুষ বসবাস করে। তাদের আমরা প্রথমে ভ্যাকসিনের আওতায় আনব। পর্যায়ক্রমে অন্য বস্তিতেও ভ্যাকসিন কার্যক্রম চালু করা হবে। নিবন্ধনের মাধ্যমেই তাদের ভ্যাকসিন দেওয়া হবে।’
বস্তি এলাকায় ভ্যাকসিন প্রয়োগ্র কর্মসূচিতে স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা সংক্রমণ কমার অন্যতম কারণ হলো ভ্যাকসিন। আমরা ইতোমধ্যেই প্রথম ডোজের ভ্যাকসিন দিয়েছি ৫ কোটিরও বেশি মানুষকে এবং দ্বিতীয় ডোজ দিয়েছি ৩ কোটিরও বেশি। দেশে প্রতিদিন গড়ে ১৫ লাখ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন। নভেম্বর মাসে তিন কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর জানুয়ারি মাসের মধ্যে ৭০ ভাগ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে।’
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড’র যৌথ উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরকে ভ্যাকসিন সরবরাহে চারটি রেফ্রিজারেটেড ভ্যান দেওয়া করা হয়। পরবর্তী সময়ে আরও ১৪টি রেফ্রিজারেটেড ভ্যান দেওয়া হবে বলেও জানানো হয়।
সারাবাংলা/এসবি/পিটিএম