Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ২৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে বুধবার (১৭ নভেম্বর) ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (১৫ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ফুলকোর্ট সভায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানি আদালতগুলোর ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি ও অধস্তন দেওয়ানি আদালতগুলোর ২০২২ সালের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত আলোচ্য সূচিতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে সুপ্রিম কোর্টের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ফুলকোর্ট সভা

বিজ্ঞাপন

ডেমরায় হেলে পড়েছে বহুতল ভবন
২৭ জুলাই ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর