Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেশিরভাগ জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেওয়ার পর বুস্টার বিষয়ে আলোচনা’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ০০:০৮

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় দেশের বেশির ভাগ জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেওয়ার পর বুস্টার ডোজের বিষয়ে আলোচনা করা হবে।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিককের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বুস্টার ডোজ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত বিশ্বব্যাপী বুস্টার ডোজ দেওয়ার কোনো নির্দেশনা দেয়নি। আমাদের যখন একটা বড় অংশ ভ্যাকসিনের আওতায় চলে আসবে, তখন আমরা এটা চিন্তা করব।’

তিনি বলেন, ‘আপাতত দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে চিন্তা করা হচ্ছে। সেটা হওয়ার পর আমাদের দেশেও এই কার্যক্রম কোনো এক সময় চালু করতে পারব। কিন্তু বেশিরভাগ জনগোষ্ঠী ভ্যাকসিনের আওতায় আসার পর, তার আগে অবশ্যই নয়।’

জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা সংক্রমণ কমার অন্যতম কারণ হলো ভ্যাকসিন। আমরা ইতোমধ্যেই প্রথম ডোজের ভ্যাকসিন দিয়েছি ৫ কোটিরও বেশি মানুষকে এবং দ্বিতীয় ডোজ দিয়েছি তিন কোটির বেশি। দেশে প্রতিদিন গড়ে ১৫ লাখ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন। নভেম্বরে মাসে তিন কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর জানুয়ারি মাসের মধ্যে ৭০ ভাগ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে।’

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ইউএসএইড’র বাংলাদেশ মিশন পরিচালক ক্যাথরিন ইস্টিবস, আইএফআরসি বাংলাদেশের পরিচালক সঞ্জিব কাফলে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড’র যৌথ উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরকে ভ্যাকসিন সরবরাহে চারটি রেফ্রিজারেটেড ভ্যান দেওয়া করা হয়। পরবর্তী সময়ে আরও ১৪টি রেফ্রিজারেটেড ভ্যান দেওয়া হবে বলেও জানানো হয়।

সারাবাংলা/এসবি/পিটিএম

বুস্টার ডোজ ভ্যাকসিন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর