Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে এখন সবচেয়ে সম্পদশালী দেশ চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২১ ১৬:০৭

গত দুই দশকে বিশ্বের সম্পদ প্রায় তিন গুণ বেড়েছে। সম্পদ বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে চীন। এতে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের এক নম্বর সম্পদশালী দেশে পরিণত হয়েছে।

ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির গবেষণা শাখার একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বিশ্বের মোট সম্পদের ৬০ ভাগের মালিক শীর্ষ ধনী ১০টি দেশের আয় ব্যয়ের হিসাব বিশ্লেষণ করা হয়। গবেষণাটি ম্যাকেনসি অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

গবেষণায় বলা হয়, ২০২০ সালে বিশ্বের মোট সম্পদের পরিমাণ ৫১৪ ট্রিলিয়ন ডলারের, যা ২ হাজার সালে ছিল ১৫৬ ট্রিলিয়ন। বিশ্ব সম্পদের এ উল্লম্ফনে বড় ভূমিকা চীনের। গত ২০ বছরে চীনের সম্পদ বেড়েছে প্রায় ১১৩ ট্রিলিয়ন ডলার। ২০০০ সালে দেশটির সম্পদ ছিল ৭ ট্রিলিয়ন ডলারের যা বর্তমানে ১২০ ট্রিলিয়ন ডলার।

গত দুই দশকে যুক্তরাষ্ট্রের মোট সম্পদ বেড়েছে দ্বিগুণ। বর্তমানে দেশটির মোট সম্পদ ১২০ ট্রিলিয়ন ডলারের।

বিশ্বের শীর্ষ সম্পদশালী এ দুটি দেশের দুই তৃতীয়াংশ সম্পদ অবশ্য মাত্র ১০ শতাংশ লোকের হাতে। দুই দশক ধরে তাদের সম্পদ বাড়ছে।

ম্যাকেনসির হিসাব অনুযায়ী, বিশ্বের ৬৮ শতাংশ সম্পদ আবাসন খাতের। এর পরেই রয়েছে অবকাঠামো খাত, কারিগরি ও যন্ত্রপাতি খাত।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর