Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উগান্ডার রাজধানী কাম্পালায় জোড়া বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২১ ১৬:৫৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৯:০৪

উগান্ডার রাজধানী কাম্পালায় দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনাকে ‘শহরে হামলা’ বলে আখ্যায়িত করেছে উগান্ডা পুলিশ। তবে কে বা কোন গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দুটি বিস্ফোরণই ঘটেছে শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায়। একটি বিস্ফোরণ পুলিশ স্টেশনের পাশে এবং অপরটি ঘটেছে পার্লামেন্টের প্রবেশ রাস্তার পাশে।

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল আইনেবোনা টুইটারে বলেন, বিস্ফোরণে আহত কমপক্ষে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চার জনের অবস্থা গুরুত্বর।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জোড়া বিস্ফোরণে এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উগান্ডার স্থানীয় টিভি চ্যানেল এনটিভি উগান্ডার এক প্রতিবেদক বলেন, ঘটনাস্থলে তিনি মানবশরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন।

সারাবাংলা/আইই

উগান্ডা কাম্পালা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর