Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানি লন্ডারিং মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানী বনানী থানায় দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এম এন এইচ বুলু।

এ সময় তার পক্ষের আইনজীবী ওয়ালিউল ইসলাম সজীব জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বুলু আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ আগস্ট বনানী থানার মানিলন্ডারিং আইনে সিআইডির পরিদর্শক হারুন উর রশিদ মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/পিটিএম

মানি লন্ডারিং মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর