Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিলার আব্বাসের অপরাধ সংক্রান্ত সব তথ্য তলব হাইকোর্ট’র

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ১৮:৪৯

ঢাকা: সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের অপরাধ সংক্রান্ত সব তথ্য তলব করেছেন হাইকোর্ট। আব্বাসের নাম, পরিচয় ও তার ক্রিমিনাল রেকর্ড সংক্রান্ত প্রতিবেদন আইজিপিসহ সংশ্লিষ্টদের আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া তাকে আদালতে হাজির করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন সাঈদ আহমেদ রাজা ও সাকির উদ্দিন আহমেদ বাপ্পী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৫ নভেম্বর সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসকে কারাগারে আটক রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি), ডিএমপি কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী সাকির উদ্দিন আহমেদ বাপ্পী জানান, হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১১টি মামলায় আব্বাস খালাস পেয়েছেন। ডাকাতির অভিযোগে একটি মামলা তার বিরুদ্ধে বিচারাধীন আছে। এই মামলাতেও তিনি জামিন পেয়েছেন ২০১৬ সালে। তারপর কী কারণে তাকে কারাগারে আটক রাখা হয়েছে আমরা জানি না। এ বিষয়টি চ্যালেঞ্চ করে রিট দায়ের করেছি।

রিট আবেদনে আব্বাসকে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে হাজির করা, তার ক্রিমিনাল রেকর্ড দাখিল এবং পুলিশের ওয়েবসাইটে থাকা মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার হন আব্বাস। তখন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি।

কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। তার পরিবার রাজধানীর উত্তর কাফরুলে বসবাস করে বলে জানা গেছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

কিলার আব্বাস মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর