Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশরে মাটি খুঁড়ে পাওয়া গেল ফারাওদের সূর্যমন্দির

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২১ ২০:৪৫

মিশরে প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়ির কাজ করতে গিয়ে পাওয়া গেল এক প্রাচীন সূর্যমন্দির। এটি প্রাচীন মিশরের ফারাওদের নির্মিত ছয়টি সূর্যমন্দিরের একটি বলে দাবি করছেন প্রত্নতত্ত্ববিদরা। এ মন্দিরের বয়স সাড়ে চার হাজার বছরের বেশি। সংশ্লিষ্ট মহলের দাবি, গত কয়েক দশকের মধ্যে মিশরে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।

মেডিটেরানিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচার এ প্রত্নতাত্ত্বিক গবেষণাটি চালায়। প্রতিষ্ঠানের পরিচালক মাসিমিলিয়ানো নুজলো জানান, মিশরের প্রাচীন শাসক ফারাওদের নির্মিত সূর্যমন্দির নিয়ে উনিশ শতকে  কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। তবে গত ৫০ বছরে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়নি।

ইতিহাসবিদদের মতে, মিশরের প্রাচীন শাসক ফারাওরা মোট ছয়টি সূর্যমন্দির নির্মাণ করেছিলেন। এর প্রত্যেকটির বয়স সাড়ে চার হাজার বছরের বেশি। এর আগে একটি সূর্য মন্দিরের সন্ধান পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদরা। ১৮৯৮ সালে একটি সূর্যমন্দির আবিষ্কৃত হয়েছিল। এবার পাওয়া গেল আরও একটির সন্ধান।

এবারে সন্ধান পাওয়া সূর্যমন্দিরটির অবস্থান মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু ঘুরবে নামক এলাকায়। এ এলাকাট মিশরের পুরাকীর্তিসমৃদ্ধ।

 

সন্ধান পাওয়া মন্দিরের ভেতরে রয়েছে বিশাল লম্বা একটি স্তম্ভ, রয়েছে বিশাল খালি জায়গা। এ জায়গায়ই সূর্যের আরাধনা করা হতো বলে জানান ইতিহাসবিদরা। সিএনএন-এর খবর।

সারাবাংলা/আইই

ফারাও মিশর সূর্যমন্দির সূর্যমন্দির


বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামের ৬ থানায় নতুন ওসি
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩

স্টারে ফ্রি অফার
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৮

ওটিটিতে ’তুফান’ মুক্তির তারিখ ঘোষণা
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৪

ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ
১০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর