শরণার্থীদের ওপর চড়াও হয়েছে পোল্যান্ড
১৭ নভেম্বর ২০২১ ০০:০৮
বেলারুশ থেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে ঢুকতে চাওয়া শরণার্থীদের ওপর টিয়ার গ্যাস এবং জলকামান ছুড়ে বাধা দিচ্ছে পোল্যান্ডের নিরাপত্তা বাহিনী। সীমান্ত পাহারায় থাকা পোল্যান্ডের বাহিনীর দিকেও শরণার্থীদেরকে পাল্টা পাথর ছুড়তে দেখা গেছে ভিডিওতে।
বিবিসি জানায়, কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার শরণার্থী ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ঢোকার চেষ্টায় বেলারুশ সীমান্তে জড়ো হচ্ছে। এই শরণার্থীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের। সম্প্রতি কয়েকদিনে হাজার হাজার শরণার্থী উত্তর-পশ্চিম বেলারুশের দক্ষিণ গ্রোদনোর কুজনিকা ক্রসিং এ জড়ো হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) শরণার্থীরা সীমান্ত বেষ্টনী ভেঙে বেলারুশের অংশের একটি ক্রসিং জড়ো হয়। পোলিশ সীমান্তরক্ষী সেনারা তাদেরকে ঢুকতে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে শরণার্থীরা কুজনিকে একটি সীমান্ত বেড়ায় আক্রমণ চালালে পোলিশ বাহিনী তাদের ছত্রভঙ্গ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানিয়েছে, শরণার্থীরা সেনা কর্মকর্তাদের দিকে পাথর ছুড়ে হামলা করেছে। তারা বেষ্টনি ভেঙে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করেছে। তখন নিরাপত্তা বাহিনী শরণার্থীদের আগ্রাসন দমাতে টিয়ারগ্যাস ছুড়েছে।
এদিকে, বেলারুশের বাহিনীর বিরুদ্ধে শরণার্থীদেরকে স্টান গ্রেনেড সরবরাহ করা এবং তারা সেগুলো ছোড়ার সময় বেলারুশ বাহিনীর নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। ইইউ’কে অস্থিতিশীল করতে শরণার্থীদেরকে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলেও বেলারুশের বিরুদ্ধে অভিযোগ আছে। তবে বেলারুশ এমন অভিযোগ অস্বীকার করেছে।
ওদিকে, বেলারুশের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া শরণার্থীদের ওপর পোল্যান্ডের টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের নিন্দা জানিয়ে বলেছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রসঙ্গত, ২০২০ সালে বেলারুশের দীর্ঘদিনের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো নির্বাচনে নিজেই নিজেকে জয়ী ঘোষণা করা, দেশে ভিন্নমত দমন এবং বিরোধী রাজনৈতিকদের গ্রেফতারেরপর ইইউ-বেলারুশ সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইইউও বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সারাবাংলা/একেএম