Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে বিটিভি’র কণ্ঠশিল্পী দিপালীকে অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ০৮:৫৮

কণ্ঠশিল্পী মোছা. আছিয়া আক্তার দিপালী, ছবি: সারাবাংলা

রাজবাড়ী: জেলার জনপ্রিয় ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কণ্ঠশিল্পী মোছা. আছিয়া আক্তার দিপালীকে (১৪) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন দিপালীর বড় বোন অনন্যা আফরিন।

ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী সদর থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণ করে ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। গত সোমবার (১৫ নভেম্বর) এই মামলাটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

দিপালী জেলার সদর উপজেলার আলাদিপুর গ্রামের মৃত বিল্লাল সরদারের মেয়ে। মামলার আসামিরা হলেন- ফরিদপুর জেলার সালথা উপজেলার চর বল্লবদী গ্রামের করিম খান (৫৭), তার ছেলে নয়ন খান (২২) ও সুমন খান (৩৫)। সুমন রাজবাড়ী সদরের আলাদিপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে অনন্যা আফরিন জানান, তার বোন দিপালী আলাদিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং রাজবাড়ী জেলার জনপ্রিয় কণ্ঠশিল্পী। এছাড়াও বিটিভি’তে গান করেন তার বোন। করিম খানের ছেলে নয়ন খান তার বোনকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন এবং মোবাইল ফোনে উত্যক্ত করতেন। বিষয়টি তিনি করিম খান ও তার বড় ছেলে সুমন খানকে জানালেও তারা নয়নকে শাসন করেননি। উল্টো নয়নের সঙ্গে দিপালীকে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তার বোন নাবালিকা হওয়ায় এবং নয়ন বখাটে ছেলে হওয়াতে ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। এরপর থেকে করিম, নয়ন ও সুমন পরস্পরের যোগসাজসে দিপালীকে ক্ষতি করার পাঁয়তারা করতে থাকে।

তিনি আরও জানান, গত ৩১ অক্টোবর সকাল ১০টার দিকে দিপালী আলাদিপুর উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যাচ্ছিল। এ সময় স্কুলের গেটের সামনে থেকে করিম, নয়ন ও সুমন অস্ত্রের ভয় দেখিয়ে দিপালীকে একটি সাদা মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘক্ষণ হয়ে গেলেও দিপালী বাড়ি না ফেরায় স্কুলসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও ছোট বোনের কোনো খোঁজ পাননি তিনি। পরে স্থানীয় কিছু লোকের সহায়তায় জানতে পারেন- করিম, নয়ন ও সুমন তার বোনকে অপহরণ করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

অনন্যা আশঙ্কা করছেন, দিপালীকে কোনো নিষিদ্ধ পল্লীতে বিক্রি করেছেন করিম, নয়ন ও সুমন, অথবা ধর্ষণের পর হত্যা করেছেন, কিংবা কোনো অজ্ঞাত স্থানে আটকে রেখে অবৈধ কাজকর্ম করছেন।

এ ঘটনায় প্রথমে রাজবাড়ী সদর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি বলে অভিযোগ করেন অনন্যা। তাই পরে বাধ্য হয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, আদালতের নির্দেশনা এখনো হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনএস

অপহরণের অভিযোগ কণ্ঠশিল্পী আছিয়া আক্তার দিপালী রাজবাড়ী

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর