Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে পাশের হার ৮১.০৬ শতাংশ

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ১৬:৪১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পাশ করেছে ৮১ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪৯৫ জন।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এই ইউনিটে পরীক্ষায় অংশ নেন সর্বমোট ৫ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী। ইউনিটটিতে আসনসংখ্যা ২ হাজার ৬৫৫টি।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ফাতেমা তাসনিম রাইসা। তিনি রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিলেন।

সারাবাংলা/আরআইআর/আইই

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিট