Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাক্ষীকে হুমকি: যশোরের আমজাদের জামিন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ১৭:৪৯

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ মোল্লা সাক্ষীদের হুমকি দিয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে তার জামিন বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৭ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউটর ছিলেন রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

বিজ্ঞাপন

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আমজাদ মোল্লা জামিন পেয়ে সাক্ষীদের বিরুদ্ধে যথেচ্ছা ব্যবহার শুরু করেছেন। তার পরিবারের লোকজন উল্টো সাক্ষীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রারি করছেন।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে সময়ে-অসময়ে সাক্ষীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে আমজাদ মোল্লা জামিন পেয়ে এসব শুরু করেছে। এ ঘটনায় তার জামিন বাতিল করাসহ সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন করা হয়েছিল। সেটি শুনানি নিয়ে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী বাঘারপাড়ার ডা. বি এম রহুল আমিন, খলিলুর রহমান ওরফে খোকন বিশ্বাস, এহিয়ার রহমান, ইসাহক মোল্লা, হক মোল্লা, আলাউদ্দিন বিশ্বাস ও রকিব উদ্দিন ওরফে রতন বিশ্বাস তাদের লিখিত আবেদনে নানা অভিযোগের কথা উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২৫ এপ্রিল আইসিটি বিডি কেস নম্বর ১১/১৮ মামলার আসামি আমজাদ মোল্লা। এই মামলায় মোট আসামি পাঁচ জন। তাদের মধ্যে বাঘারপাড়ার মো. আমজাদ মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল। বাকি চার আসামি পলাতক রয়েছেন বলেও জানান প্রসিকিউটর।

বিজ্ঞাপন

মামলায় অন্যান্য আসামিরা হলেন, মো. নওশের আলী, মো. ফসিয়ার রহমান, মো. আব্দুল ওহাব মোল্ল্যা এবং মো. মাহতাব উদ্দিন মোল্লা।

এর আগে, ২০১৮ সালে ১৬ এপ্রিল রাজধানীর ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন তুলে ধরা হয়। এ মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। আমজাদ মোল্লা যশোর বাঘারপাড়া থানার থানার রাজাকার কমান্ডার ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/একেএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যশোর

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর