Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনহা হত্যাকাণ্ড: সাক্ষ্য দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ১৯:০৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৯:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: দেশজুড়ে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় তৃতীয় দিনে মামলার তদন্ত কারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে, দ্বিতীয় দিন তদন্তকারী কর্মকর্তা আদালতে জবানবন্দি দিয়ে তার স্বাক্ষগ্রহন ও জেরা অসমাপ্ত ছিল। আজ তার জেরার মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

বিজ্ঞাপন

ফরিদুল আলম জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ স্বাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা। তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়। আজ বুধবার মামলার মুল তদন্তকারি কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের জন্য উপস্থাপন করা হয়েছে। আজ শুধু মুল তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামেরই স্বাক্ষগ্রহণ করা হবে এবং তাকে আসামিপক্ষের আইনজীবীরাও জেরা করবেন। এর আগের দিন অপর গুরুত্বপূর্ণ স্বাক্ষী সহকারী পুলিশ সুপার মো. জামিনুর হকের জেরা সম্পন্ন করা হয়। মামলায় এ পর্যন্ত ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মারা যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সারাবাংলা/একেএম

সিনহা হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর