কাম্পালায় জোড়া বিস্ফোরণে দায় স্বীকার করেছে আইএস
১৭ নভেম্বর ২০২১ ২১:০৮
উগান্ডার রাজধানী কাম্পালায় জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিগোষ্ঠীটির সহযোগী বার্তা প্রতিষ্ঠান আমাক নিউজে প্রকাশিত এক বার্তায় হামলার দায় স্বীকার করে তারা।
বার্তায় বলা হয়, তিন জঙ্গি ব্যাগে বিস্ফোরক নিয়ে গিয়ে ওই হামলা চালায়। দুই জঙ্গি কাম্পালার পুলিশ স্টেশনের পাশে বিস্ফোরণ ঘটায়। অপর জঙ্গি বিস্ফোরণ ঘটায় পার্লামেন্ট ভবনের প্রবেশ পথের পাশে।
মঙ্গলবার উগান্ডার রাজধানী কাম্পালায় দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে তিন জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে উগান্ডার সরকারি কর্তৃপক্ষ। এ ঘটনাকে ‘শহরে হামলা’ বলে আখ্যায়িত করে উগান্ডা পুলিশ।
ঘটনার পর উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি এক বিবৃতিতে জানান, এ ঘটনায় ৩৬ জন আহত হয়েছেন, এবং নিহত হয়েছেন তিন জন। তিনি জানান, বিস্ফোরণ ঘটনার সময় তিন হামলাকারীর মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনার পর পুলিশের গ্রেফতার এড়াতে সংঘর্ষে নিহত হয়েছেন আরও ৭ ব্যক্তি। এ ঘটনার সঙ্গে যুক্ত এমন সন্দেহে এ পর্যন্ত ৮১ জনকে আটক করা হয়েছে।
সারাবাংলা/আইই