Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটকার রাজ কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ২৩:০০

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা করার অভিযোগে মামলায় টিকটকার রাজ ওরফে আব্দুর রাকিব ওরফে খোকনকে (২৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ রেজাউল আসামি রাজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত এই আদেশ দেন। ২২ নভেম্বর জামিন শুনানির তারিখ ধার্য করেন আদালত।

১৫ নভেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে টিকটক রাজ ওরফে আব্দুর রাকিব ওরফে খোকনকে (২৬) গ্রেফতার করে র‌্যাবের একটি দল। এ সময় তার কাছ থেকে র‌্যাবের ইউনিফর্ম, প্রতারণায় কাজে ব্যবহৃত মোবাইল, সিম ও বাঁশি জব্দ করা হয়।

এ ঘটনায় রাজের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেন র‌্যাব-২ এর নায়েব সুবেদার সামছুল আলম। আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি, পর্নোগ্রাফি আইনে আরেকটি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

সারাবাংলা/এআই/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর