Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রত্যেক উপজেলায় হবে সাংস্কৃতিক কমপ্লেক্স

স্পেশাল করেসপন্ডেট
১৮ নভেম্বর ২০২১ ১৩:৪২

ঢাকা: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, দেশের সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের উত্থাপিত এক প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে পর্যায়ক্রমে সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার ৯৩৬ মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে তা চালু করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আবেদনের প্রেক্ষিতে অনুদান দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর