Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার ২৮ নভেম্বর শুরু

ইবি করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২১ ১৯:৪৬

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৮-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর দফতর থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তা অনুসারে, ২৪০টি আসনের বিপরীতে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার ওইদিন অফিস চলাকালীন সময়ে অনুষদ ভবনের চারতলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সভায় চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র শিক্ষার্থীদের ১ ডিসেম্বরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মেধা তালিকার ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৫-৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অপেক্ষামান তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে। এরপরও খালি থাকলে দ্বিতীয় অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে। এক্ষেত্রে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

এছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীরা ৮-২২ ডিসেম্বরের মধ্য শর্তসাপেক্ষে বিভাগ পরিবর্তন করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার সভায় উপস্থিত হওয়ার সময় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র সঙ্গে আনতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিন্ধান্ত অনুযায়ী পরে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়া ভর্তিপরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৯ নভেম্বর ফল প্রকাশ করা হয়।

সারাবাংলা/এমও

ইসলামী বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভর্তি সাক্ষাৎকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর