Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ২ মামলায় গ্রেফতার টিকটকার রাজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২১ ২২:১৮

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা করার অভিযোগে আরও দুই মামলায় টিকটকার রাজ ওরফে আব্দুর রাকিব ওরফে খোকনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে, মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি আইনের মামলায় রাজকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম বিষয়টি জানান।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে টিকটক রাজ ওরফে আব্দুর রাকিব ওরফে খোকনকে (২৬) গ্রেফতার করে র‌্যাবের একটি দল। এ সময় তার কাছ থেকে র‌্যাবের ইউনিফর্ম, প্রতারণায় কাজে ব্যবহৃত মোবাইল, সিম ও বাঁশি জব্দ করা হয়। এ ঘটনায় রাজের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেন র‌্যাব-২ এর নায়েব সুবেদার সামছুল আলম।

সারাবাংলা/এআই/একে

গ্রেফতার টিকটক রাজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর