Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা


১৪ ডিসেম্বর ২০১৭ ০৯:০৭

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে তিনি শ্রদ্ধা জানান।

এর আগে সকাল ৭টা ৫ মিনিটে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের এই দিনে আমি দেশবাসীকে শহীদ বুদ্ধিজীবীদের মহান ত্যাগকে স্মরণ করে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই।

সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বাণীতে বলেন, আমার লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। আমি বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের পক্ষের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।’

তিনি শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এ আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সারাবাংলা/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর