দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে গেল সেনাবাহিনীর সাইক্লিং দল
১৯ নভেম্বর ২০২১ ১৭:৪৫
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে গেল বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ৩৯ সদস্যের সাইক্লিং দল।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সীমান্তের শুন্যরেখায় তাদের ফুল ও উত্তরীয় পরিয়ে স্বাগতম জানান ভারতীয় সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি ও ডেপুটি কমানডেন্ট পিত্তি সিং।
চতুর্থ ইন্দো-বাংলা জয়েন্ট সাইক্লিং প্রতিনিধি দলটির ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন কলকাতা (দমদম) সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি। বাংলাদেশের পক্ষে যশোর সেনানিবাসের কর্নেল মো. মুহতাসিম হায়দার চৌধুরী।
এ সাইক্লিং দলের নের্তৃত্ব দেন ভারতের কর্নেল মোহিত সিং ও বাংলাদেশের মেজর মাহমুদ আফজাল।
গত ১৫ নভেম্বর সাইক্লিং দলটি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করে। এরপর শুক্রবার এ দলটি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ঢুকে ভারতের কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী হয়ে কলকাতায় যাবে। সেখানে ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য ফ্লাগ ইন এবং সমাপণী অনুষ্ঠানে অংশ নেবে।
বাংলাদেশ সেনাবাহিনীর দলটি সমাপণী অনুষ্ঠান শেষে ২৩ ও ২৪ নভেম্বর বেনাপোল বন্দর দিয়ে পুনরায় দেশে ফিরে আসবে। প্রতিবছর দু’দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইক্লিং এক্সপেডিশন অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের কারণে গত বছর এটি বন্ধ ছিল।
সারাবাংলা/এমও