Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে ফুডপান্ডার রাইডারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২১ ২০:২৪

রাজশাহী: ট্রেনে কাটা পড়ে রাজশাহীতে ফুডপান্ডার একজন রাইডার মারা গেছেন। শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. আসাদুল (২৪)। রাজশাহী নগরীর মুশরইল বাচ্চুর মোড় এলাকায় তার বাড়ি। বাবার নাম মো. মুকুল।

আসাদুল রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন। পাশাপাশি ফুডপান্ডার রাইডার হিসেবে কাজ করতেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল হোসেন জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে আসাদুল কাটা পড়েন। কিভাবে কাটা পড়েছেন তা কেউ দেখেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ট্রেনে কাটা ফুডপান্ডা ফুডপান্ডার রাইডার