ঢাবিতে ফেসবুক পোস্টের জেরে গেস্টরুমে ‘মারধর’
১৯ নভেম্বর ২০২১ ২১:২২
ঢাকা: গেস্টরুমে ‘প্যারা’ কম দেওয়ার নির্দেশের প্রেক্ষিতে ‘ঈদ মুবারক’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ার ‘অপরাধে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ এফ রহমান হলের প্রথমবর্ষের অন্তত পাঁচ শিক্ষার্থীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে একই হলের দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন: ভূগোল বিভাগের লালন হোসেন, মার্কেটিং বিভাগের এসএম আসিফ হোসেন ও আলিফ এবং সংগীত বিভাগের তাওসিফ।
সূত্র জানায়, ১৬ তারিখ রাতে এফ রহমান হলে এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠলে হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ সাজু প্রথম বর্ষের শিক্ষার্থীদের মারধর না করা এবং গেস্টরুমে কম নেওয়ার নির্দেশ দেন; সেই খুশিতে প্রথম বর্ষের কয়েক জন শিক্ষার্থী ফেসবুকে ‘ঈদ মুবারক’ লিখে পোস্ট দেন। পোস্টগুলো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নজরে আসলে রাত ১০টার পর তাদের দুই দফা গেস্টরুমে নিয়ে অন্তত পাঁচ জনকে বেধড়ক মারধর করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূগোল বিভাগের লালন হোসেন সারাবাংলাকে বলেন, ‘এমন কিছুই হয়নি। আপনি আরও চিন্তা-ভাবনা করেন, ইনভেস্টিগেশন করেন’।
মার্কেটিং বিভাগের আলিফ বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কাউকে মারধর করা হয়নি।’
এ ব্যাপারে হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সাজু সারাবাংলাকে বলেন, গ্রুপতো আরও অনেকেই চালায়। এমন কথা শুনেছেন। তবে মারধর নয় ওটা নিছকই ভুল বোঝাবুঝি।
এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম খান সারাবাংলাকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেননি। তিনি হাউজ টিউটরদের জানিয়ছেন, তারা বিষয়টি দেখবেন। আসল ঘটনা হয়তো আগামীকাল জানা যাবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকটকে পুঁজি করে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো ‘গেস্টরুম’ নামের একটি রাজনৈতিক প্রক্রিয়া চালিয়ে আসছে। এ প্রক্রিয়ায় সপ্তাহে দুই থেকে তিন দিন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বসেন দ্বিতীয় বর্ষের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্মীরা। ‘গেস্টরুম কালচার’ নামে নবীন শিক্ষার্থীদের নানান রাজনৈতিক কর্মকাণ্ডে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করানো হয় বলে অভিযোগ রয়েছে।
সারাবাংলা/আরআইআর/একেএম