Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের সামনে শিশুর এ কেমন মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ০৯:০৯

মেহেরপুর: মায়ের সঙ্গে মামা বাড়ি যাচ্ছিল ১০ বছর বয়সী স্কুলছাত্র ইয়াসিন আলী। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে মায়ের হাত ধরে সড়কের পাশে দাড়িয়েছিল গাড়ির অপেক্ষায়। এমন সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকা বাস্ট হলো, এক টুকরো ইট ছুটে এসে আঘাত করল তার মাথায়। মায়ের হাত থেকে ইয়াসিনকে কেড়ে নিয়ে গেল মৃত্যু।

শিশু ইয়াসিন আলী মেহেরপুর সদর উপজেলার মুখার্জিপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে ও স্থানীয় এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

জানা গেছে, মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুর সড়কের বামনপাড়ার কাজী কুদরুতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁছালে ট্রাকটির পিছনের চাকা বাস্ট করে। এ সময় সড়কে পড়ে থাকা একটি ইটের টুকরো ছুটে শিশু ইয়াসিনের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত শিশু ইয়াসিনের লাশ দাফনের জন‍্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর