Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ১৩:৩৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৫:৪২

কক্সবাজার: উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক, পুলিশ সুপার নাইমুল হক।

আটককৃতরা হলেন- ৩ নং ক্যাম্পের ব্লক-বি/১৩ এর মো. কবির আহমদের ছেলে নুর হোসেন (৩৮), কুতুপালং ক্যাম্প ব্লক-বি এর আবদুল করিমের ছেলে আলী হোসেন (২২) একই ক্যাম্পের ব্লক-জি এর মৃত আবদুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), ব্লক-এ এর তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) এবং ব্লক-সি এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)।

বিজ্ঞাপন

এসপি নাইমুল হক জানান, শুক্রবার দিনগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন এর একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও তাদের সঙ্গে থাকা আরও ১৪/১৫ পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র, লোহার রড, তিনটি দা ও ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এএম

কক্সবাজার রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর